প্যারিস অলিম্পিকে নবম দিনে এসে প্রথম পদকের দেখা পেয়েছে চিলি। শুটিংয়ে মেয়েদের স্কিটে সোনা জিতেছে লাতিন আমেরিকার দেশটি। চিলিকে প্রথম সোনা এনে দিয়েছেন শ্যুটার ফ্র্যান্সিস্কা কভেত্তো ছাদিদ। অলিম্পিকের ইতিহাসে যেকেনো ইভেন্টে দেশটির প্রথম স্বর্ণপদকও এটি। শুটিংয়ে গ্রেট ব্রিটেনকে পদক এনে দিয়েছেন আম্বার রুটের। মেয়েদের ইভেন্টটিতে রৌপ্য জিতেছেন এই অ্যাথলেট। যুক্তরাষ্ট্রের অস্টিন জুয়েল স্মিথ ব্রোঞ্জ জিতেছেন।
The post অলিম্পিকে প্রথম সোনা চিলির appeared first on চ্যানেল আই অনলাইন.