অল্পের জন্য রক্ষা পেলেন দুই ট্রেনের হাজারো যাত্রী

2 weeks ago 15

রংপুরের পীরগাছায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী দুটি ট্রেন। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। 

শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টা ২৩ মিনিটে পীরগাছা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

রেলস্টেশন অফিস সূত্রে জানা যায়, সকাল ১১টা ২৩ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা রেলস্টেশনে হোম সিগন্যাল অতিক্রম করে ২নং লাইনে প্রবেশ করতে থাকে। ট্রেনটি প্রবেশ করতে ধাকাকালে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সিগন্যাল ওভারশুট করে একই লাইনে প্রবেশ করতে থাকে। 

এ সময় পদ্মরাগের লোকোমাস্টার বিষয়টি বুঝতে পেরে ট্রেনটিকে দ্রুত পুশব্যাক করে ১নং লাইনে প্রবেশ করান। এতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম কালবেলাকে জানান, কন্টোলরুমের নির্দেশনা মোতাবেক দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিকে ২নং লাইনে প্রবেশের জন্য প্রোপার সিগনাল দেওয়া হয়। তবে পদ্মরাগ কমিউটার ট্রেনের লোকোমাস্টার সিগনাল ওভারশুট করায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ট্রেন দুটিতে আনুমানিক হাজারের বেশি যাত্রী ছিল।

Read Entire Article