অসাধু কারা সদস্যদের সহায়তায় সেই তিন আসামি পালিয়ে যায়: র‌্যাব

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামি অসাধু সদস্যদের সহায়তায় পালিয়ে গেছে বলে জানিয়েছেন র‌্যাব ১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় র‌্যাব- ১৪ ময়মনসিংহ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অধিনায়ক নয়মুল হাসান বলেন, তারাকান্দা থানায় এক হত্যা মামলার আসামি ছিলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা একই উপজেলার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে। গত ২৩ জানুয়ারি তাদের গ্রেফতার করে র‌্যাব। এরপর থেকে তারা কারাগারে ছিলেন। ২৭ জানুয়ারি কারাগারের অসাধু সদস্যদের সহায়তায় তারা পালিয়ে যায়। তিনি আরও বলেন, বিষয়টি র‌্যাবের নজরে আসলে তাদের গ্রেফতারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদরকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়। কামরুজ্জামান মিন্টু/এএইচ/জেআইএম

অসাধু কারা সদস্যদের সহায়তায় সেই তিন আসামি পালিয়ে যায়: র‌্যাব

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামি অসাধু সদস্যদের সহায়তায় পালিয়ে গেছে বলে জানিয়েছেন র‌্যাব ১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় র‌্যাব- ১৪ ময়মনসিংহ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অধিনায়ক নয়মুল হাসান বলেন, তারাকান্দা থানায় এক হত্যা মামলার আসামি ছিলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা একই উপজেলার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে। গত ২৩ জানুয়ারি তাদের গ্রেফতার করে র‌্যাব। এরপর থেকে তারা কারাগারে ছিলেন। ২৭ জানুয়ারি কারাগারের অসাধু সদস্যদের সহায়তায় তারা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, বিষয়টি র‌্যাবের নজরে আসলে তাদের গ্রেফতারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদরকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়।

কামরুজ্জামান মিন্টু/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow