অসীম উকিল ও অপু উকিলের বিরুদ্ধে মামলা

1 month ago 26

নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার সহধর্মিণী সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

তারা ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনসহ মোট ১৭৩ জনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলাটি করা হয়। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মন্তাজ উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

অসীম উকিল আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং অপু উকিল বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেন, গত ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি উপজেলার গড়াডোবা ইউনিয়নে বাদীর বসতবাড়িতে ১নং ও ২নং আসামির হুকুমে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তারা ত্রাসের সৃষ্টি করে নগদ টাকাসহ দোকান ঘরের বিপুল পরিমাণ মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান কালবেলাকে বলেন, বাদী মন্তাজ উদ্দিনের লিখিত এজাহারের প্রেক্ষিতে সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলসহ ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪-৫ ধারা মোতাবেক মামলা করা হয়েছে। এ মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করে আজ বিকেলে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Read Entire Article