অসুস্থ অমিতাভকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন

5 hours ago 2

বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন প্রায়ই গণমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ায় তার স্বাস্থ্য সমস্যা নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি কয়েক বছর আগে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে জানিয়েছিলেন কীভাবে হেপাটাইটিসে আক্রান্ত হয়েছিলেন।

অমিতাভ বচ্চন ১৯৮৩ সালের ‘কুলি’ সিনেমার সেটে শুটিং চলাকালে মারাত্মক আহত হয়েছিলেন। তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছিল। নবাগত পুনিত ইসরোর ঘুষি সামান্য এদিক-ওদিক হয়ে যাওয়ায় এতটাই আঘাত পেয়েছিলেন অমিতাভ যে কোমায় চলে গিয়েছিলেন। মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ফিরে আসেন তিনি। কিন্তু হাসপাতালেই তার শরীরে হেপাটাইটিস বি প্রবেশ করে।

‘কেসিবি’তে কুলির সেটের দুর্ঘটনা সম্পর্কে কথা বলেছিলেন বিগ বি, তিনি শেয়ার করেছিলেন যে দুর্ঘটনার পরে যখন হাসপাতালে ভর্তি হন। তখন রক্ত সঞ্চালনের মাধ্যমে তিনি হেপাটাইটিসে আক্রান্ত হয়েছিলেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর আমার প্রচুর রক্তের প্রয়োজন ছিল, প্রায় ২০০ জন লোক রক্ত দান করেছিল এবং ৬০টি রক্তের ব্যাগ ছিল। এবং তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি হেপাটাইটিস বি ভাইরাস বহন করছিলেন, যা সেইসময় সনাক্ত করা যায়নি। এটা আমার শরীরে প্রবেশ করেছে। এটি ১৯৮২ সালে ঘটেছিল। এবং ২০০৫ সালে, একটি সাধারণ চেকআপের সময় ধরা পরে। জানতে পারি আমার লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। আমি ২৫ শতাংশ লিভার নিয়ে বেঁচে আছি’। তিনি আরও বলেন, সময়মতো নির্ণয় না হলে এ ধরনের রোগ বিপজ্জনক হতে পারে।

এছাড়াও যক্ষ্মার মতো রোগেও আক্রান্ত হয়েছেন অমিতাভ। অভিনেতা নিজের মুখেই জানান, ২০০০ সালে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিলেন। সংবাদ সংস্থা ‘পিটিআই’কে উদ্ধৃত করে তিনি বলেছিলেন, ‘২০০০ সালে আমার টিবি ধরা পড়েছিল এবং প্রায় এক বছর ধরে খুব কঠোর চিকিৎসার মধ্য দিয়ে গিয়েছিলাম। যেদিন আমি টিভি শো কেবিসি শুরু করতে যাচ্ছিলাম সেদিনই আমি টিবিতে আক্রান্ত হয়েছিলাম। এটি মেরুদণ্ডের টিবি ছিল। এটি খুব অস্বস্তিকর। আপনি বসতে বা শুয়ে থাকতে পারবেন না। বেশিরভাগ সময়, আমি যখন গেম শো উপস্থাপক করছিলাম তখন বেঁচে থাকার জন্য আমি দিনে ৮ থেকে ১০টা ব্যথানাশক ওষুধ খেতাম।’

ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রচারাভিযানের অংশ নেন অমিতাভ। চিকিৎসা সংক্রান্ত তথ্য় জনগণের কাছে পৌঁছে দিতে সব সময়ই তিনি এগিয়ে আসেন। এর অন্য়তম কারণ তার নিজের জটিল রোগের ইতিহাস। টিবি রোগ নিয়েও সচেতনতামূলক প্রচারণা করেছেন শাহেনশা। তিনি বলেন, ‘যখন আমি বলি যে আমি টিবি থেকে বেঁচে আছি, তখন মনে হয় আমি বিমান দুর্ঘটনা বা নৌকা ডুবে যাওয়ার কারণে বেঁচে গেছি। আপনি যদি এটি থেকে বেঁচে যান তবে আপনি যা বলছেন সেটা অনেককে শক্তি দেয়।’

আরও পড়ুন:

অমিতাভ বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭ নম্বর সিজন উপস্থাপনা করছেন। তাকে শেষবার দেখা গেছে টিজে জ্ঞানভেল নির্মিত ‘ভেট্টাইয়ান’ সিনেমায়। এতে আরও অভিনয় করেছিলেন রজনীকান্ত, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি, মঞ্জু ওয়ারিয়র প্রমুখ।

এমএমফ/এমএস

Read Entire Article