হলিউডের স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডসের শীর্ষ পুরস্কার জিতে নিলো পোপ নির্বাচনের থ্রিলার ‘কনক্লেভ’। ফলে অস্কারের মর্যাদাপূর্ণ সেরা চলচ্চিত্রের স্বীকৃতি বাগিয়ে নেওয়ার মোমেন্টাম পেয়ে গেলো ছবিটি। কারণ এসএজি অ্যাওয়ার্ডসের আয়োজক স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টসের (এসএজি-এফটিআরএ) ১ লাখ ২২ হাজারের বেশি সদস্যের অধিকাংশই অস্কারের ভোটার। তারাই এসএজি... বিস্তারিত