অস্কারের ৯৭তম আসরে বাজিমাত করলো আমেরিকান যৌনকর্মীর সঙ্গে রুশ গ্যাংস্টারের ছেলের প্রেমের ছবি ‘আনোরা’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে এটি। এরমধ্যে পরিচালক শন বেকার একাই চারটি ও যৌথভাবর একটিসহ মোট চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন।
সেরা অভিনেতাসহ তিনটি পুরস্কার জিতেছে ব্র্যাডি কোর্বে পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’। দুটি করে... বিস্তারিত