দক্ষিণ কোরিয়ার মেয়েদের ব্যান্ড ব্ল্যাঙ্কপিংকের অন্যতম সদস্য লিসা প্রথমবার অস্কার মঞ্চে গান গেয়ে ইতিহাস রচনা করতে যাচ্ছেন। তিনিই প্রথম কোরিয়ান পপতারকা যাকে গাইতে দেখা যাবে অস্কারে। তবে একা নন, ব্রিটিশ গায়িকা রেই ও আমেরিকান র্যাপার দোজা ক্যাটের সঙ্গে তার একটি পরিবেশনা থাকছে এবারের আসরে। ৯৭তম অস্কার অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক রাজ কাপুর ও কেটি মুল্যান গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
গত ৭ ফেব্রুয়ারি... বিস্তারিত