অস্কারে এশিয়ানদের অপমানের প্রতিবাদ করা সেই অভিনেতার মৃত্যু

3 months ago 8

‘বিগ ট্রাবল ইন লিটল চায়না’ ও ‘দ্য গোল্ডেন চাইল্ড’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করা মার্শাল আর্টিস্ট ও অভিনেতা পিটার কুয়াং মারা গেছেন। মঙ্গলবার রাতের ঘুমের মধ্যেই মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

এই খবর নিশ্চিত করেছেন তার এজেন্ট থিও সিজার। এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘পিটার ছিলেন একজন দারুণ মানুষ।’

২০১৬ সালের অস্কার অনুষ্ঠানে এশিয়ানদের নিয়ে রসিকতা করে অপমান করা হয়েছিল। সেই ঘটনায় প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছিলেন পিটার। পরে ডেডলাইনকে তিনি বলেছিলেন, ‘আমি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। যখন একদিকে বৈচিত্র্য নিয়ে কথা বলা হয় আবার অন্যদিকে এমন বৈষম্য ছড়িয়ে রসিকতা করা হয় তখন সেটা খুবই দুঃখজনক।’

তার চিঠির প্রতিক্রিয়ায় অস্কার কর্তৃপক্ষ অ্যাকাডেমি পরে দুঃখপ্রকাশ করেছিল। ঘটনাটি সারা পৃথিবীতে তাকে আলোচিত করেছিল। সম্মানিত করেছিল।

১৯৮৬ সালের কাল্ট ক্লাসিক সিনেমা ‘বিগ ট্রাবল ইন লিটল চায়না’- এ তিনি রেইন চরিত্রে অভিনয় করেন। ‘থ্রি স্টর্মস’ নামে পরিচিত তিন যোদ্ধার একজন ছিলেন তিনি। বাকি দুইজন ছিলেন কার্টার ওং-এর ‘থান্ডার’ এবং জেমস প্যাক্সের ‘লাইটনিং’। এই সিনেমায় কার্ট রাসেলের বিপরীতে লড়াই করেন তারা।

একই বছর তিনি অভিনয় করেন এডি মারফির সঙ্গে ‘দ্য গোল্ডেন চাইল্ড’ সিনেমায়। এছাড়া ‘নেভার টু ইয়ং টু ডাই’ (১৯৮৬), ‘গ্লিমিং দ্য ক্লাব’ (১৯৮৯)-এর মতো সিনেমাতেও দারুণ অভিনয় উপহার দিয়েছেন তিনি। জনপ্রিয় টিভি সিরিজ ‘ফুল হাউজ’-এও এক পর্বে তাকে দেখা যায় ১৯৮৮ সালে।

৭০ ও ৮০-এর দশকে বহু জনপ্রিয় টিভি সিরিজে কাজ করেছেন পিটার। পরবর্তী সময়েও নিয়মিত ছিলেন তিনি।

অভিনয়ের বাইরেও পিটার কুয়াং ছিলেন একজন শ্রমিক অধিকারকর্মী। তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের জাতীয় পরিচালনা পর্ষদে ১০ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। টেলিভিশন অ্যাকাডেমি বোর্ড অব গভর্নরসেও ছিলেন চার বছর।

অভিনয় ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল তাকে ‘স্নো লেপার্ড অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সিনেম্যাটিক অ্যাচিভমেন্ট’ সম্মাননায় ভূষিত করে।

এলআইএ/জিকেএস

Read Entire Article