অস্কারে প্রথমবার সেরার তালিকায় বাংলা সিনেমা, ভারতের ৭টি

19 hours ago 4

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মোট ৩২৩টি সিনেমাকে মনোনায়নের যোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সেরা ছবি বিভাগের জন্য ৭টি ভারতীয় সিনেমার ঠাঁই হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে একটি বাংলা সিনেমাও। সেটি হলো ‘পুতুল’। এই ছবির হাত ধরে প্রথমবারের মতো অস্কারের সেরা ছবির তালিকায় নাম উঠলো বাংলা সিনেমার।

এছাড়াও ভারতের বাকি ৬টি সিনেমার মধ্যে আছে সুরিয়া অভিনীত ‘কঙ্গুয়া’, আদুজীবিথম (দ্য গোয়াট লাইফ) এবং ‘পুতুল’। এ তালিকায় আরও রয়েছে ‘সন্তোষ’, ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’, ‘অল উই ইমেজ অ্যাজ লাইট’, এবং ‘গার্লস উইল বি গার্লস’ ছবিগুলো।

পুতুল

ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমা অস্কারের সেরা ছবি বিভাগে মনোনয়নের জন্য নির্বাচন হয়েছে। এটি বাংলা সিনেমার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়দের নিয়ে ‘পুতুল’ সিনেমা তৈরি করেছেন ইন্দিরা। নবাগত পরিচালকের ছবিতে সুর-সংগীত পরিচালনা করেছেন সায়ন গঙ্গোপাধ্যায়। এর সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র।

কঙ্গুয়া

অস্কারের সেরা ছবি বিভাগে একটি বড় নাম হিসেবে উঠে এসেছে ‘কঙ্গুয়া’। সুরিয়া অভিনীত এই সিনেমাটি প্রাথমিকভাবে বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেলেও এটি অস্কারের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। এই সিনেমাটিতে অভিনয় করেছেন ববি দেওল এবং দিশা পাটানি।

আদুজীবিথম (দ্য গোয়াট লাইফ)

এই সিনেমাটি ২০২৪ সালের মালায়ালম ভাষার সারভাইভাল ড্রামা হিসেবে মুক্তি পায়। নাজিব নামক এক মালায়ালি অভিবাসী শ্রমিকের গল্প অবলম্বনে নির্মিত এটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বিরাজ সুকুমারন, জিমি জিন-লুইস, কেআর গোকুল, আমালা পল প্রমুখ।

সন্তোষ

‘সন্তোষ’ একটি হিন্দি ক্রাইম ড্রামা যা ভারতের উত্তরাঞ্চলে গ্রামীণ অঞ্চলের গল্পে নির্মিত। এতে অভিনয় করেছেন শানানা গোস্বামী। তিনি তার মৃত স্বামীর পেশা হিসেবে পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্ব নেন। সিনেমাটি ২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল। এটি দেশে দেশে দর্শকের প্রশংসা পাচ্ছে।

স্বাতন্ত্র্য বীর সাভারকর

‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’ একটি হিন্দি বায়োগ্রাফিক্যাল সিনেমা যা স্বাধীনতা সংগ্রামী সাভারকরের জীবন নিয়ে নির্মিত। সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন রণদীপ হুদা। সিনেমাটি সাভারকরের জীবন কাহিনীকে বিস্তারিতভাবে তুলে ধরেছে। যদিও এটি কিছু বিতর্কের সৃষ্টি করেছে।

অল উই ইমেজ অ্যাজ লাইট

‘অল উই ইমেজ অ্যাজ লাইট’ ২০২৪ সালের মালায়ালম-হিন্দি সিনেমা। এটি ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেয়েছে। এটি ভারতের প্রথম সিনেমা যা কান উৎসবে প্রধান প্রতিযোগিতায় স্থান পেয়েছে এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।

গার্লস উইল বি গার্লস

‘গার্লস উইল বি গার্লস’ ২০২৪ সালে মুক্তি পাওয়া হিন্দি-ইংলিশ ভাষার সিনেমা। একটি বোর্ডিং স্কুলের কাহিনির মাধ্যমে এক কিশোরী মিরার জীবন ও তার মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করে এই ছবি।

এছাড়াও ভারতের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অনুজা’ অস্কারের সেরা লাইভ অ্যাকশন শর্ট বিভাগে মনোনয়নের জন্য শর্টলিস্ট হয়েছে। আর কিরণ রাও পরিচালিত লাপাটা লেডিজ ভারত থেকে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হলেও শর্টলিস্টে স্থান পায়নি।

অস্কারের মনোনয়ন ভোটগ্রহণ চলবে ৮-১২ জানুয়ারি পর্যন্ত এবং ১৭ জানুয়ারি মনোনীত সিনেমাগুলোর তালিকা ঘোষণা করা হবে। অস্কারের পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ২ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে।

এলআইএ/এমএস

Read Entire Article