অস্কারের দৌড়ে আরও একধাপ এগিয়ে ‘হোমবাউন্ড’
বন্ধুত্বের গল্প যে এত গভীরভাবে বিশ্বমঞ্চে দাগ কাটতে পারে, তা যেন আবার প্রমাণ করে দিলেন বলিউড নির্মাতা নীরাজ ঘেওয়ান। নিখাদ মানবিক আবেগ আর আত্মার বন্ধনে গাঁথা তার ছবি ‘হোমবাউন্ড’ মুক্তির আগেই আলোড়ন তুলেছিল আন্তর্জাতিক মহলে। এবার সেই গুঞ্জন রূপ নিল বাস্তবে—৯৮তম অস্কারের দৌড়ে শর্টলিস্টেড হলো ‘হোমবাউন্ড’। ২০২৬ সালের অস্কার যাত্রায় এই সাফল্যে উচ্ছ্বাসে ভাসছেন পরিচালক নীরাজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় আনন্দ ভাগ করে নিয়ে তারা স্পষ্ট করলেন—এটি শুধু একটি ছবির জয় নয়, জয় মানবিক গল্প বলার শক্তির।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) অ্যাকাডেমি থেকে বাছাই করা পনেরোটি ছবি শর্টলিস্ট করা হয় সেরা আন্তর্জাতিক পূর্ণ দৈর্ঘ্যের ছবি হিসেবে। সেখানেই জায়গা করে নিয়েছে ঈশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত এই ছবি।
এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়ে করণ জোহর এদিন নিজের সোশাল মিডিয়ায় লেখেন, ‘৯৮তম অস্কারের জন্য হোমবাউন্ড সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের ছবির ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। আমরা সত্যিই আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সত্যিই আপ্লুত।’
ছবির পরিচালক নীরাজ ঘেওয়ান লিখেছেন,
বন্ধুত্বের গল্প যে এত গভীরভাবে বিশ্বমঞ্চে দাগ কাটতে পারে, তা যেন আবার প্রমাণ করে দিলেন বলিউড নির্মাতা নীরাজ ঘেওয়ান। নিখাদ মানবিক আবেগ আর আত্মার বন্ধনে গাঁথা তার ছবি ‘হোমবাউন্ড’ মুক্তির আগেই আলোড়ন তুলেছিল আন্তর্জাতিক মহলে। এবার সেই গুঞ্জন রূপ নিল বাস্তবে—৯৮তম অস্কারের দৌড়ে শর্টলিস্টেড হলো ‘হোমবাউন্ড’। ২০২৬ সালের অস্কার যাত্রায় এই সাফল্যে উচ্ছ্বাসে ভাসছেন পরিচালক নীরাজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় আনন্দ ভাগ করে নিয়ে তারা স্পষ্ট করলেন—এটি শুধু একটি ছবির জয় নয়, জয় মানবিক গল্প বলার শক্তির।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) অ্যাকাডেমি থেকে বাছাই করা পনেরোটি ছবি শর্টলিস্ট করা হয় সেরা আন্তর্জাতিক পূর্ণ দৈর্ঘ্যের ছবি হিসেবে। সেখানেই জায়গা করে নিয়েছে ঈশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত এই ছবি।
এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়ে করণ জোহর এদিন নিজের সোশাল মিডিয়ায় লেখেন, ‘৯৮তম অস্কারের জন্য হোমবাউন্ড সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের ছবির ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। আমরা সত্যিই আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সত্যিই আপ্লুত।’
ছবির পরিচালক নীরাজ ঘেওয়ান লিখেছেন, ‘৯৮তম অস্কারের দৌড়ে এগিয়ে গিয়েছে ‘হোমবাউন্ড’ আমরা আপনাদের ভালোবাসায় আপ্লুত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ।’
এদিকে ২০২৬ সালের ২২ জানুয়ারি এই ১৫টি ছবির মধ্যে থেকে ফের বাছাইয়ের পর বেছে নেওয়া হবে মোট পাঁচটি ছবিকে।
উল্লেখ্য, চলতি বছরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘হোমবাউন্ড’। টরন্টো চলচ্চিত্র উৎসব ও কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এই ছবি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, বিশাল জেঠওয়াসহ আরও অনেকে।