অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৫

3 months ago 65

অস্ট্রিয়ার গ্র্যাজ শহরে একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে পুলিশ। খবর ডয়চে ভেলে ও ইন্ডিপেন্ডেন্টের।

অস্ট্রিয়ান পুলিশ নিশ্চিত করেছে, মঙ্গলবার সকাল ১০টায় স্কুলের ভেতরে গুলির শব্দ শোনা যায়। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে। সময়ের ব্যবধানে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।

স্থানীয় সংবাদপত্র ক্রোনেন জেইটুং জানিয়েছে, স্কুলে কমপক্ষে পাঁচজনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং পুলিশ ভবনটি তল্লাশি করছে। অস্ট্রিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যম ওআরএফ স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গুরুতর আহতও রয়েছে।

সন্দেহভাজন হামলাকারী সম্ভবত একজন ছাত্র ছিলেন। ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি নিজেকে হত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, ড্রেইয়ারশুটজেনগাসে নামক রাস্তায় অভিযান চলছে। যেখানে একটি মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। তবে তারা আর মন্তব্য করতে অস্বীকার করেছে। তারা বলেছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। বর্তমানে কর্তৃপক্ষ ভবনটি তল্লাশি করছে এবং জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে। 

Read Entire Article