অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সিডনির রেলওয়ে প্যারেড, লাকেম্বাতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় দল-মত নির্বিশেষে ব্যাপক মানুষের উপস্থিতি ছিল। গায়েবানা জানাজায় ইমামতি করেন অস্ট্রেলিয়ার উলামা ফাউন্ডেশনের সমন্বয়ক এবং ইসলামিক কালচার প্রোপাগেশন সেন্টারের সভাপতি মাওলানা মুহাম্মদ ফেরদৌস আলম। অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া সাইবার ফোর্স-জেএডসিএফসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ, সকলেই এই শোকের মুহূর্তে উপস্থিত ছিলেন। জানাজায় অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রত্যেকেই অত্যন্ত শোকাহত হয়ে দেশনেত্রীর শেষ বিদায়ের গায়েবানা জানাজায় দোয়া ও রুহের মাগফিরাত কামনা করেছেন। জানাজায় উপস্থিত সবার মধ্যে এক গভীর শোকের পরিবেশ বিরাজমান ছিল। অনেকেই মর্মাহত হয়ে শোকসন্তপ্ত মুহূর্তগুলো স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, একজন সাধারণ গৃহবধূ থেকে কিভাবে দেশের সবচেয়ে প্রভাবশালী দলে শীর্ষ নেতৃত্বে উঠে এসে

অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সিডনির রেলওয়ে প্যারেড, লাকেম্বাতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় দল-মত নির্বিশেষে ব্যাপক মানুষের উপস্থিতি ছিল। গায়েবানা জানাজায় ইমামতি করেন অস্ট্রেলিয়ার উলামা ফাউন্ডেশনের সমন্বয়ক এবং ইসলামিক কালচার প্রোপাগেশন সেন্টারের সভাপতি মাওলানা মুহাম্মদ ফেরদৌস আলম।

অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া সাইবার ফোর্স-জেএডসিএফসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ, সকলেই এই শোকের মুহূর্তে উপস্থিত ছিলেন। জানাজায় অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রত্যেকেই অত্যন্ত শোকাহত হয়ে দেশনেত্রীর শেষ বিদায়ের গায়েবানা জানাজায় দোয়া ও রুহের মাগফিরাত কামনা করেছেন। জানাজায় উপস্থিত সবার মধ্যে এক গভীর শোকের পরিবেশ বিরাজমান ছিল। অনেকেই মর্মাহত হয়ে শোকসন্তপ্ত মুহূর্তগুলো স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, একজন সাধারণ গৃহবধূ থেকে কিভাবে দেশের সবচেয়ে প্রভাবশালী দলে শীর্ষ নেতৃত্বে উঠে এসে দেশকে বাংলাদেশী জাতীয়তাবাদের আঙ্গিকে গড়ে তোলেন সে ভূমিকা তুলে ধরেন।

গায়েবানা জানাজা শেষে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী নেতাকর্মী ও উপস্থিত সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ধন্যবাদ জানান। জানাজার পূর্বে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র রক্ষায় অপরিসীম অবদান রেখে গেছেন এবং তার মৃত্যুতে দেশ ও বিদেশের নেতাকর্মী এবং দল-মত নির্বিশেষে সবাই গভীর শোকাহত। তিনি স্বৈরাচার সরকারের শত জুলুমের পরেও দেশের মানুষকে ভালোবেসে দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই আত্মত্যাগ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি কোটি মানুষের মনে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতায় চির অমর হয়ে থাকবেন। শত বছর পরে জন্ম নেওয়া শিশুটিও জানবে, বাংলাদেশে একজন আপোষহীন নেত্রী ছিলেন, যিনি বাংলাদেশের স্বার্থে এক চুল পর্যন্ত কাউকে ছাড় দেন নি। আজকে তার জানাজায় বাংলাদেশের লাখো কোটি মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। এটি মুসলিম বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ জানাজা হিসেবে পৃথিবীর ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।

উক্ত গায়েবানা জানাজায় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি লুৎফুল কবীর, বর্তমান সহসভাপতি সেলিম লকিয়ত, আশরাফুল ইসলাম, মোবারক হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ, আসওয়াদুল হক বাবু, অস্ট্রেলিয়া যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, অস্ট্রেলিয়া বিএনপির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু এবং সহ-দপ্তর সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ অস্ট্রেলিয়া মহাদেশ শাখার সদস্য সচিব মো. বাদশা বুলবুল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow