অস্ট্রেলিয়ান হাইকমিশন ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ প্রশিক্ষণ

13 hours ago 8

বাহিনীকে যুগোপযোগী, পেশাদার এবং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

বাহিনীর আভিযানিক সক্ষমতা অর্জনের জন্য যৌথ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ আয়োজনে ‘ইনভেস্টিগেশন ইন্টারভিউ কোর্স’ শুরু হয়েছে।

রোববার (২ মার্চ) ঢাকার হোস্টেল ওয়েস্টিনে এ প্রশিক্ষণ শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

jagonews24

প্রশিক্ষণে বাংলাদেশ কোস্টগার্ডের পাশাপাশি বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ (ইমিগ্রেশন) এবং বাংলাদেশ কাস্টমস থেকে মোট ১২ জন কর্মকর্তা অংশ নেন। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের তদন্ত কার্যক্রম সংক্রান্ত দক্ষতা বহুলাংশে বাড়বে বলে ধারণা করা হয়।

এছাড়াও যথাযথ তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উপস্থাপন করে বিচারকার্য পরিচালনায় এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

টিটি/এমকেআর

Read Entire Article