হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজেছে বাংলাদেশের। ১৮ বলে ৭ ছক্কায় আবু হায়দার রনি ফিফটি হাঁকালেও তা দলকে জেতাতে পারেনি। অজিদের কাছে ৫৪ রানের পরাজয়ে চলমান আসর থেকে বাদ বাংলাদেশে।
শনিবার (১১ নভেম্বর) টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। তবে তার সিদ্ধান্তের প্রতিদান দিতে পারেনি দলের বোলাররা। টাইগার বোলারদের বাজে বোলিংয়ের সুযোগে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে অস্ট্রেলিয়া। ১৪ বলে ৮ ছক্কায় ৫১ করেন বেন ম্যাকডরমট। ১১ বলে ১ চার আর ৭ ছক্কায় অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ৫০। এছাড়া ৬ বলে ৩০ রান করেন উইলিয়াম বসিস্তু।
১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম চার ব্যাটারের কেউই বড় সংগ্রহের দেখা পাননি। হাবিবুর রহমান সোহান আর জিসান আলম ২ বলে একটি ছক্কা মেরে আউট হয়ে যান। অধিনায়ক ফেরেন গোল্ডেন ডাকে। শেষদিকে, ১৮ বলে ২ চার আর ৭ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন আবু হায়দার রনি। ৬ ওভারে ৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

5 hours ago
6








English (US) ·