অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ার্নারের রেকর্ড

4 months ago 58

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন ডেভিড ওয়ার্নার। অ্যারন ফিঞ্চকে টপকে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দেশটির সর্বোচ্চ রানসংগ্রাহক এখন বাঁহাতি এই ব্যাটার। আন্তর্জাতিক টি-টেয়েন্টিতে ওয়ার্নারের রান এখন ৩ হাজার ১৫৫।

এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটি নিজের কাছে রেখেছিলেন সাবেক অধিনায়ক ফিঞ্চ। ১০৩ ইনিংসে ৩ হাজার ১২০ রান করেছিলেন সাবেক বাঁহাতি এই ব্যাটার। আজ বার্বাডোজের ব্রিজটাউনে ৫৬ রানের ইনিংস খেলে ফিঞ্চের সেই রেকর্ডটি ভেঙে দেন ওয়ার্নার।

ইতিহাস গড়তে ওয়ার্নারের দরকার ছিল ২২ রান। কিন্তু টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০৪তম ম্যাচে ওমানের বিপক্ষে দেখেশুনে খেলা ৫১ বলে ৫৬ রান করেন তিনি। হাঁকান বাউন্ডারির সঙ্গে একটি ছক্কা। ওয়ার্নারের রেকর্ড গড়ার দিনে ৩৯ রানের জয়ে বিশ্বকাপে শুভযাত্রা করেছে অস্ট্রেলিয়া।

রানসংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৯৯ ইনিংসে ২ হাজার ৪৬৮ রান করেছেন মারকুটে এই ব্যাটার। তালিকায় চতুর্থ স্থানে আাছেন শেন ওয়াটসন। ৫৬ ইনিংসে সাবেক এই অলরাউন্ডারের রান ১ হাজার ৪৬২।

এমএইচ/জিকেএস

Read Entire Article