অস্ট্রেলিয়ার দশম উইকেটের জুটিতে চাপে পড়ছে ভারত

1 week ago 15

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। তখন অসিদের লিড ২৭৮ রানের। এমন সময় নিশ্চয়ই ভারতের চাওয়াটা এমন, লিড ৩০০ হওয়ার আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করা এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা।

কিন্তু প্রত্যাশা তো পূরণ হলোই না, উল্টো অস্ট্রেলিয়ার দশম উইকেটের জুটিতে চাপ বাড়ছে ভারতের ওপর। শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি করে চতুর্থ দিনের খেলা করেছেন নাথান লিয়ন ও স্কট বোলান্ড। এতে অস্ট্রেলিয়ার লিড হয়ে গেছে ৩৩৩ রানের। আগামীকাল সোমবার শেষ দিনে এই লিড কতটা এগিয়ে নিতে পারে অস্ট্রেলিয়া, সেটিই দেখার।

চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮২ ওভারের খেলা শেষে ৯ উইকেটে ২২৮ রান। লিয়ন ৪০ আর বোলান্ড ১০ রান নিয়ে উইকেটে আছেন।

বিস্তারিত আসছে...

এমএইচ/এমএস

Read Entire Article