অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ৫ নতুন মুখ

1 month ago 13

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই ফরম্যাটেই দলে ফিরেছেন পেসার জোফরা আরচার। অন্যদিকে শুধু টি-টোয়েন্টিতেই ইংল্যান্ড দলে দেখা গেছে ৫ নতুন মুখ।

আগামী ১১ সেপ্টেম্বর নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজটি শুরু করবে ইংল্যান্ড। প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এরপর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর।

এই সফরে যুুক্তরাজ্যে গিয়ে ৬টি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ৩টি ও বাকি ৩টি স্কটল্যান্ডের বিপক্ষে।

ইংল্যান্ডের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে ৫ নতুন মুখ হলো- জর্ডান কক্স, জ্যাকব বেথেল, ডান মাউসলি, জস হুল ও জন টার্নার। এছাড়া তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ব্রাইডন কার্স।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:

জস বাটলার (অধিনায়ক), জোফরা আরচার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারেন, জোস হুল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মাউসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, জন টার্নার।

ইংল্যান্ডের ওডিআই স্কোয়াড:

জস বাটলার (অধিনায়ক), জোফরা আরচার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডকেট, জোস হুল, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিসি টপলি, জন টার্নার

আরআই/এমএইচ/জিকেএস

Read Entire Article