অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের ১৮০ রানের বড় পুঁজি

3 months ago 47

এই ম্যাচের ওপর নির্ভর করছে ইংল্যান্ডের সুপার এইট ভাগ্য।অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের সঙ্গে যে কোনো ব্যবধানে জিতলেই পরের পর্বে উঠে যাবে ইংলিশরা। কিন্তু অস্ট্রেলিয়া যদি হেরে যায়, তবে বিদায় হয়ে যাবে জস বাটলারদের, সুপার এইটে উঠবে স্কটল্যান্ড। তাই এই ম্যাচের দিকে তাকিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ডের জন্য অবশ্য দুশ্চিন্তার খবর। সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে ১৮০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্কটিশরা। অস্ট্রেলিয়া আবার জবাব দিতে নেমে ২ রানে হারিয়েছে ১ উইকেট।

গুরুত্বপূর্ণ এই ম্যাচব টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ওপেনার জর্জ মুনসে ২৩ বলে করেন ৩৫ রান, রিচি বেরিংটন ৩১ বলে অপরাজিত ৪২।

তবে স্কটল্যান্ড বড় পুঁজি পায় মূলত ব্রেন্ডন ম্যাকমুলানের ঝোড়ো ফিফটিতে। মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি হাঁকান এই ব্যাটার। শেষ পর্যন্ত ৩৪ বলে ২ চার আর ৬ ছক্কায় খেলেন ৬০ রানের বিধ্বংসী ইনিংস।

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ২ উইকেট পেলেও খরচ করেন ৪৪ রান।

এমএমআর/এমএস

Read Entire Article