অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহত বেড়ে ১৬

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে বন্দুক হামলায়  নিহত বেড়ে অন্তত ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।  রোববার (১৪ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক্সে দেওয়া এক নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ জানিয়েছে, আরও তথ্য শিগগির জানানো হবে। এনএসডব্লিউ পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছেন। এনএসডব্লিউয়ের প্রিমিয়ার ক্রিস মিন্স বলেন, এটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে পরিকল্পিত হামলা ছিল। এনএসডব্লিউ পুলিশের বিবৃতিতে বলা হয়, একজন ব্যক্তি, যাকে হামলাকারীদের একজন বলে ধারণা করা হচ্ছে, তিনি নিহতদের মধ্যে রয়েছেন। অন্য অভিযুক্ত হামলাকারী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থলের আশপাশে কয়েকটি সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। এ সব বস্তু বিশেষজ্ঞ কর্মকর্তারা পরীক্ষা করছেন। এলাকায় একটি নিষিদ্ধ (এক্সক্লুশন) জোন জারি করা হয়েছে। পুলিশ জানায়, একটি বিস্তৃত অপরাধস্থল চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে সিডনিতে অন্য কোনো ঘটনার খবর এখনো

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহত বেড়ে ১৬

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে বন্দুক হামলায়  নিহত বেড়ে অন্তত ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। 

রোববার (১৪ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক্সে দেওয়া এক নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ জানিয়েছে, আরও তথ্য শিগগির জানানো হবে।

এনএসডব্লিউ পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছেন। এনএসডব্লিউয়ের প্রিমিয়ার ক্রিস মিন্স বলেন, এটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে পরিকল্পিত হামলা ছিল।

এনএসডব্লিউ পুলিশের বিবৃতিতে বলা হয়, একজন ব্যক্তি, যাকে হামলাকারীদের একজন বলে ধারণা করা হচ্ছে, তিনি নিহতদের মধ্যে রয়েছেন। অন্য অভিযুক্ত হামলাকারী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থলের আশপাশে কয়েকটি সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। এ সব বস্তু বিশেষজ্ঞ কর্মকর্তারা পরীক্ষা করছেন। এলাকায় একটি নিষিদ্ধ (এক্সক্লুশন) জোন জারি করা হয়েছে।

পুলিশ জানায়, একটি বিস্তৃত অপরাধস্থল চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে সিডনিতে অন্য কোনো ঘটনার খবর এখনো পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow