অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছর কারাদণ্ড

1 day ago 13

নিষিদ্ধ সংগঠন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনকে (৪২) ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৮ মার্চ বিকেলে অস্ত্র মামলায় ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

তবে রোববার (৬ এপ্রিল) বিষয়টি জানতে পারেন সাংবাদিকরা। এ তথ্য জানান ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন।

হাদিসুর রহমান মিলন চাঁদকাঠি ইউসুফ আলী খান সড়কের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে। ২০২০ সালে ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকায় তার মালিকানাধীন ফ্ল্যাট থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করে পুলিশ। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন বলেন, আদালত সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে সাজা দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করেছেন।

আসামি পক্ষের আইনজীবী মল্লিক মুহাম্মদ নাসির উদ্দীন কবীর বলেন, আসামির অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

মো. আতিকুর রহমান/জেডএইচ/জিকেএস

Read Entire Article