অস্ত্র হাতে গুলি ছোড়া সেই জামায়াত কর্মী গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে দুপক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে গুলি ছোড়া জামায়াত কর্মী তুষার মণ্ডলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  এর আগে সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় সংঘর্ষে ব্যবহৃত একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তুষার মণ্ডল (২১) ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তুষার পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ নভেম্বর ঈশ্বরদী থানার চকগড়গড়ি আলহাজ মোড় এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুপক্ষের প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তুষার মণ্ডল প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনসাধারণের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর উভয়পক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করে। মামলায় তুষার হোসেনকে ৬ নম্বর আসামি করা হয়। সংঘর

অস্ত্র হাতে গুলি ছোড়া সেই জামায়াত কর্মী গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে দুপক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে গুলি ছোড়া জামায়াত কর্মী তুষার মণ্ডলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এর আগে সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় সংঘর্ষে ব্যবহৃত একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তুষার মণ্ডল (২১) ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তুষার পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ নভেম্বর ঈশ্বরদী থানার চকগড়গড়ি আলহাজ মোড় এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুপক্ষের প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তুষার মণ্ডল প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনসাধারণের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর উভয়পক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করে। মামলায় তুষার হোসেনকে ৬ নম্বর আসামি করা হয়। সংঘর্ষের পর থেকে পলাতক থাকা তুষার মণ্ডলকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, ঈশ্বরদীর ভেলুপাড়ার বালুতে গোপন রাখা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাশিদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে তুষার পলাতক ছিল। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষে ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow