অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নিতে খামার মালিককে মারধর, এরপর যা ঘটল

2 months ago 7
‎রাজধানীর মোহাম্মদপুরে গরুর খামার থেকে অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠেছে সাবেক কাউন্সিলর ও তার সহযোগীদের বিরুদ্ধে। গরু ছিনিয়ে নেওয়ার সময় খামার মালিককে মারধর করলে আশপাশে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বুধবার (০৪ জুন) দুপুর সাড়ে ৩টায় মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী খামারির মালিক খন্দকার আনিসুর রহমান মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ‎ ‎ভুক্তভোগী খন্দকার আনিসুর রহমান জানান, আমি বসিলা ৪০ ফিট এলাকায় দুপুরে গরু বিক্রি করার জন্য গরুর খামারে বসে ছিলাম। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু তার দলবল নিয়ে গরুর খামারে আসে। তারা অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আমি বাধা দিলে আমার কলার ধরে মারতে মারতে তার বাগান বাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং আমি আমার খামার ব্যবসা কীভাবে করি তা দেখে নিবে বলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। এ সময় আমাকে মেরে রক্তাক্ত করে অস্ত্র দেখিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই। ‎ ‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, এ ঘটনায়  ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
Read Entire Article