অস্থায়ী মার্কেটে আগুন, ঈদের আগে পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন

4 hours ago 3

খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী ঈদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় দোকানগুলো।

ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে এক বছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা। ভোর রাতে আগুনের সূত্রপাত হলে ব্যবসায়ীরা দ্রুত বের হয়ে আসেন। দেখতে দেখতে আগুন প্রতিটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে বেশিরভাগ মালামাল পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের স্থানে কিছুদিন আগে ছোট আকারে ৪৪টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান। এই দোকানগুলোতে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে।

অস্থায়ী মার্কেটে আগুন, ঈদের আগে পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন

খুলনা জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবু বকর জানান, দশটি ইউনিট প্রায় ৩৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্ত ছাড়া এখনই বলা সম্ভব নয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন মাসুম জানান, আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থলে আমরা যাই। আগুন নিয়ন্ত্রণে এলেও বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মো.আরিফুর রহমান/এফএ/এএসএম

Read Entire Article