‘অহংকার, অতি আত্মবিশ্বাস সমস্যা হতে পারে ফ্রান্সের জন্য’

3 months ago 52

টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলেছে ফ্রান্স। একটিতে হয়েছে চ্যাম্পিয়নও। এবারের ইউরোতেও ফ্রান্স যাচ্ছে স্কোয়াড বিবেচনায় শীর্ষ দলগুলোর একটি হয়ে। দলটিতে আছেন কিলিয়ান এমবাপের মতো তারকা ফুটবলার।

তবুও ফ্রান্সের জন্য ভয়ের জায়গা খুঁজে পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক প্যাট্রিক ইব্রা। শক্তিশালী স্কোয়াড হওয়ায় অতি আত্মবিশ্বাস ভর করতে পারে তাদের, এমন ভয় তার। আগামী ১৪ জুন থেকে শুরু হওয়া ইউরোর আগে দলকে একরকম সতর্ক বার্তাই যেন দিয়ে রাখলেন ইব্রা।

তিনি বলেন, ‘আমার মনে হয় এটা কোনো জটিল বিষয় না যে ফ্রান্স ফেভারিট। কোনো দলেরই তাদের চেয়ে ভালো স্কোয়াড নেই। দেশমও খুব করে শিরোপাটা চাইছে। কিন্তু ফ্রান্সের সবচেয়ে বড় শত্রু ফ্রান্সই। কখনো কখনো খুব ভালো হওয়া, অহংকার, অতি আত্মবিশ্বাস এসব সমস্যা তৈরি করে।’

‘অন্য দলগুলো ডিফেন্সিভ খেলে আমাদের কাউন্টার অ্যাটাকে আঘাত করতে চাইবে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে আর সঠিক সময়ে প্রতিপক্ষকে আঘাত করার জন্য অপেক্ষা করতে হবে।’

এবারের আসরের স্বাগতিক জার্মানিকে নিয়েও কথা বলেছেন ইব্রা। এখন অবধি তিনবার ইউরোর শিরোপা জিতেছে তারা, স্পেনের সঙ্গে যৌথভাবে জার্মানিই সবচেয়ে সফল। গত আসরে অবশ্য শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। তবে এবার জার্মানি ঘুরে দাঁড়াতে পারবে, এমন আশা ফ্রান্সের সাবেক অধিনায়কের।

তিনি বলেন, ‘গত আসরে জার্মানিকে নিয়ে আমি খু্ব হতাশ হয়েছি। আগে সবাই যেকোনো টুর্নামেন্টে জার্মানি সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, এমন অনুমান করে রাখতো। এটা নিয়ে এমনকি কোনো প্রশ্নই ছিল না।’

‘কিন্তু এখন আমার মনে হয় ওই ভয়টা নেই। তবে সবাই চায় ঘরের মাঠে শিরোপা জিততে। তারা ধীরে ধীরে ফিরে আসছে, জার্মানি সবসময়ই বড় দল। এজন্য আমার মনে হয় জার্মানি এবার আমাদের চমকে দেবে। জার্মানি এখনও জার্মানিই।’

আইএইচএস/জিকেএস

Read Entire Article