গোলাপি বলের ক্রিকেট মানেই অস্ট্রেলিয়ার দাপট। রেকর্ড সে কথাই বলে। ঘরের মাঠে ১২টি গোলাপি বলের (দিন-রাতের) টেস্ট খেলে অস্ট্রেলিয়া জিতেছে ১১টিতে। একমাত্র হার উইন্ডিজের বিপক্ষে ব্রিসবেনে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সেই দাপট ভারতের বিপক্ষেও অব্যাহত।
অ্যাডিলেডে দ্বিতীয় দিনের খেলা শেষে হারের মুখে ভারত। প্রথম ইনিংসে তারা ১৮০ রানে অলআউট হয়। এরপর অস্ট্রেলিয়া ৩৩৭ রান করে। ট্রাভিস হেড করেন ১৪০ রান। ১৫৭ রানের লিড নেওয়ার পর অজিরা শনিবার (০৭ ডিসেম্বর) ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয়। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে। ৫ উইকেট হাতে থাকলেও ২৯ রানে পিছিয়ে আছে তারা। ঋষভ পন্ত ২৮ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী ১৫ রান করা নীতিশ কুমার রেড্ডি।
অস্ট্রেলিয়ার দাপট শুরু হয়েছিল ট্রাভিস হেডের ব্যাটিং থেকে। ১ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শুরু করে অজিরা। মারনাশ লাবুশেনের ৬৪ রানে ভর করে এগোতে থাকে স্বাগতিকরা। দ্রুত স্টিভ স্মিথকে ফেরান জাসপ্রিত বুমরাহ। মাত্র ২ রান করেন স্মিথ। এরপর নামেন ট্রাভিস হেড। তার দাপটেই তিনশ পার করে অস্ট্রেলিয়া। ১৪১ বলে ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। ১৭টি চার আর চারটি ছয় মেরেছেন। বুমরাহ ৪ উইকেট নিয়েছেন ৬১ রান দিয়ে। আর সিরাজের ৪ উইকেট নিয়েছেন ৯৮ রানের বিনিময়ে।
১৫৭ রানে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করতে পারেনি ভারত। লোকেশ রাহুল ৭ রানে আউট হন। স্কট বোল্যান্ডের বাউন্সে আউট হন ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি করেন ২৪ রান। শুভমান গিল ২৮ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়েছেন। অ্যাডিলেডে আবার ব্যর্থ বিরাট কোহলি। ১১ রান করেন তিনি। রোহিতও কোনো রান করার আগেই স্টার্কের বলে আউট হয়েছিলেন। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান। এরপর ৬ রানে আউট হয়েছেন তিনি। দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের রান ৫ উইকেটে ১২৮। প্রথম ম্যাচ জিতে ৫ টেস্টের সিরিজে এগিয়ে আছে ভারত।