অ্যাডিলেডে লড়াই গোলাপি বলে

1 month ago 26
দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়া অপ্রতিরোধ্য। ঘরের মাঠে তারা ১২টি দিন-রাতের টেস্ট খেলেছে। জিতেছে ১১টিতে। একমাত্র হার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিসবেনে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার এই দাপট ভাঙতে চায় ভারত। প্রথম ম্যাচ জিতে ৫ টেস্টের সিরিজে এগিয়ে আছে তারা। পার্থে খেলতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। আগামীকাল তিনি খেলবেন। খেলবেন শুভমান গিলও। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে তাই ভারতের শক্তি বৃদ্ধি হচ্ছে। ভারতের ভয়ও আছে। গতবার অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ৩৬ রানে অল আউট হয়েছিল তারা। এবার রোহিত বলেছেন, ‘দল হিসেবে আমরা শুধু বর্তমানের কথাই ভাবি। জানি গোলাপি বলে অস্ট্রেলিয়ার রেকর্ড ভালো। তবে রেকর্ড তো তৈরিই হয় ভাঙার জন্য। সিরিজের শুরুটা দারুণ করেছি আমরা। সেটাকে মাথায় রেখেই এগিয়ে যেতে চাই। দীর্ঘদিন ধরে সঠিক কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য। টেস্ট ক্রিকেটে সেটা গুরুত্বপূর্ণও। পার্থের মতো অ্যাডিলেডেও একইভাবে খেললে আমরা জিততে পারি।’ তিনি আরও বলেন, ‘বলের গতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল। আমরা লাল বলে প্রচুর খেলেছি। গোলাপি বল একটু আলাদা। তবে তিন দিন ধরে গোলাপি বলে অনুশীলন করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যত বেশি এই বলে খেলব, তত বেশি মানিয়ে নেওয়ার সুযোগ পাব।’
Read Entire Article