শিরোপার দৌড়ে আরও পেছনে পড়ে গেলো অ্যাতলেতিকো মাদ্রিদ। গেতাফে ও বার্সেলোনার কাছে হারের পর লা লিগায় তাদের জয়খরা বেড়ে দাঁড়ালো তিন ম্যাচে। রেলিগেশনের শঙ্কায় থাকা এস্পানিওলের মাঠে শনিবার ১-১ গোলে ড্র করেছে মাদ্রিদ ক্লাব।
এক ঘণ্টারও বেশি লিড ধরে রেখেছিল অ্যাতলেতিকো। আতোঁয়া গ্রিয়েজমানের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে মারাশ কুমবুলার হেড পৌঁছে যায় সিজার আজপিলিকুয়েতার কাছে। অ্যাতলেতিকো মাদ্রিদ অধিনায়ক বক্সের... বিস্তারিত