অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও বানানো এখন আরও সহজ

2 hours ago 4

ওপেনএআইয়ের জনপ্রিয় ভিডিও তৈরির অ্যাপ সোরা এবার পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোনেও। আইওএস সংস্করণে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর, এবার অ্যান্ড্রয়েড ভার্সন আসায় আরও বেশি ব্যবহারকারী এই এআই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

সোরার সবচেয়ে আলোচিত ফিচার হলো ‘ক্যামিও’। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজের বা বন্ধুদের মুখ ব্যবহার করে এআই-চালিত ভিডিও বানাতে পারেন। শুধু মানুষ নয়, চাইলে পোষা প্রাণী বা বস্তুকেও ভিডিওর চরিত্র হিসেবে যুক্ত করা যায়।

আরও পড়ুন : ভিডিও ডাউনলোডের জন্য কিছু সহজ ও নির্ভরযোগ্য অ্যাপ

আরও পড়ুন : স্মার্ট টিভিতে আপনার ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ

অ্যাপটিতে রয়েছে নতুন টুল ‘স্টিচিংএআই’, যা দিয়ে কয়েকটি ছোট ক্লিপ একত্র করে সহজেই একটি পূর্ণাঙ্গ ভিডিও বানানো যায়। ফলে ভিডিও সম্পাদনা আগের চেয়ে অনেক দ্রুত ও সহজ হয়েছে।

সোরায় তৈরি ভিডিও সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যায়। এ কারণে ব্যবহারকারীদের মধ্যে অ্যাপটির জনপ্রিয়তা দ্রুত বেড়ে চলেছে।

তবে অ্যাপটি নিয়ে কিছু বিতর্কও তৈরি হয়েছে। কারণ, এতে প্রয়াত তারকা বা জনপ্রিয় ব্যক্তিদের মুখ ব্যবহার করে ভিডিও বানানো সম্ভব, যা অনেক সময় মেধাস্বত্ব আইন লঙ্ঘন করতে পারে। এ নিয়ে অনলাইনে ইতোমধ্যেই নানা আলোচনা চলছে।

আরও পড়ুন : গুগলে দ্রুত তথ্য খুঁজে পাওয়ার ৭ সহজ কৌশল

আরও পড়ুন : স্মার্টফোন চার্জিং সমস্যার কিছু সহজ সমাধান

সোরার অ্যান্ড্রয়েড সংস্করণ চালু হওয়ায় এআই-নির্ভর ভিডিও নির্মাণে নতুন এক যুগের সূচনা হলো। এটি যেমন সৃজনশীলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে, তেমনি নৈতিক ও আইনি দিক নিয়ে ভাবনারও সুযোগ তৈরি করেছে।

সূত্র : প্রযুক্তি

Read Entire Article