অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ: দলীয় ও এককে শীর্ষে বাংলাদেশ
বাংলাদেশ গলফ ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর প্রথম দিন শেষে দলীয় ও এককে শীর্ষে অবস্থান করছে স্বাগতিক বাংলাদেশ। কুর্মিটোলা গলফ কোর্সে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের অ্যামেচার গলফাররা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো : অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান ও বাংলাদেশ। দলগতভাবে প্রথম দিনে বাংলাদেশ ‘এ’ শীর্ষে (১৫০ শট) রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ‘সি’ দল (১৫২ শট) এবং তৃতীয় স্থানে রয়েছে নেপাল (১৫৯ শট)। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অংশ নিচ্ছেন মো. শফিকুল ইসলাম (৭৬ শট) এবং আবু বকর সিদ্দিক (৭৪ শট)। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ‘সি’ দলের হয়ে খেলছেন আব্দুল কাদের (৭৫ শট) ও শরীফ হোসেন (৭৭ শট)। নেপাল দলে খেলছেন রাহুল বিশ্বকর্মা (৭৮ শট) এবং তেনজিং সেরিং (৮১ শট)। একক ইভেন্টে একচ্ছত্র দাপট দেখিয়েছেন বাংলাদেশের গলফাররা। সেরা দশে কোনো বিদেশি গলফার নেই। ‘এক আন্ডার পার’ খেলে শীর্ষে রয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের খেলোয়াড় মুসাওয়াত শামস জাহিদী (৭১
বাংলাদেশ গলফ ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর প্রথম দিন শেষে দলীয় ও এককে শীর্ষে অবস্থান করছে স্বাগতিক বাংলাদেশ।
কুর্মিটোলা গলফ কোর্সে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের অ্যামেচার গলফাররা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো : অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান ও বাংলাদেশ।
দলগতভাবে প্রথম দিনে বাংলাদেশ ‘এ’ শীর্ষে (১৫০ শট) রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ‘সি’ দল (১৫২ শট) এবং তৃতীয় স্থানে রয়েছে নেপাল (১৫৯ শট)।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অংশ নিচ্ছেন মো. শফিকুল ইসলাম (৭৬ শট) এবং আবু বকর সিদ্দিক (৭৪ শট)। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ‘সি’ দলের হয়ে খেলছেন আব্দুল কাদের (৭৫ শট) ও শরীফ হোসেন (৭৭ শট)। নেপাল দলে খেলছেন রাহুল বিশ্বকর্মা (৭৮ শট) এবং তেনজিং সেরিং (৮১ শট)।
একক ইভেন্টে একচ্ছত্র দাপট দেখিয়েছেন বাংলাদেশের গলফাররা। সেরা দশে কোনো বিদেশি গলফার নেই। ‘এক আন্ডার পার’ খেলে শীর্ষে রয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের খেলোয়াড় মুসাওয়াত শামস জাহিদী (৭১ শট)। এ ছাড়া দ্বিতীয় স্থানে বাংলাদেশ ‘এ’ দলের আবু বকর সিদ্দিক (৭৪ শট), তৃতীয় বাংলাদেশ ‘সি’ দলের আব্দুল কাদের (৭৫ শট) হোসাইন জয় (৭৫ শট), পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের আরেক খেলোয়াড় শফিকুল ইসলাম (৭৬ শট) ও কেজিসির মুন্না মিয়া (৭৬ শট)। সেরা দশে রয়েছেন সোহেল রানা (৭৭ শট), শরীফ হোসাইন (৭৭ শট), রিজভী খান (৭৭ শট) ও আশিকুর রহমান (৭৭ শট)।
শীর্ষে থাকা বাংলাদেশ ‘এ’ গলফার আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রথম দিনে আমি আমার সেরা দিতে পারিনি। তারপরও আমাদের দল শীর্ষে রয়েছে। একটা খুবই ভালো লাগছে। আশা করবো শেষ দিন পর্যন্ত এই ফলাফল ধরে রাখতে।’
টানা চার দিন চলবে গলফের এই আয়োজন। দেশি বিদেশি তারকায় এখন ‘হোম অব গলফ’ কুর্মিটোলা গলফ ক্লাব মুখরিত। বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজন দেখে মুদ্ধ বিদেশিরা। নেপালি গলফারদের সঙ্গে আসা নেপাল গলফ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাসি গলে বলেন, ‘এখানকার আয়োজন এক আতিথেয়তায় আমি মুগ্ধ। সব খুবই সুশৃঙ্খলভাবে চলছে। যদিও আমাদের গলফাররা খুব ভালো করতে পারেননি প্রথম দিনে। এখনো সময় আছে। তবে এমন আয়োজনের জন্য গলফ ফেডারেশনের প্রশংসা না করে পারছি না। সব কিছুই খুবই চমৎকার।’
What's Your Reaction?