অ্যাম্বুলেন্স ডেকে রোগী উঠিয়ে দিলেন আন্দোলনকারীরা

3 months ago 31

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে রোগী বের করার সঙ্গে সঙ্গেই শুরু হয় শিক্ষার্থীদের অবরোধ। ফলে রোগী না নিয়েই তড়িঘড়ি করে চলে যায় অ্যম্বুলেস। আশেপাশে আর কোনো অ্যাম্বুলেন্স না থাকায় ট্রলিতে করেই রোগী নিয়ে যাচ্ছিলেন তার স্বজনরা। এমন দৃশ্য দেখে ছুটে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা অন্য একটি অ্যাম্বুলেন্স ডেকে তুলে দেন রোগী ও তার স্বজনদের।

আরও পড়ুন:

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এমন দৃশ্য চোখে পড়ে।

অ্যাম্বুলেন্স ডেকে রোগী উঠিয়ে দিলেন আন্দোলনকারীরা

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা মৎস্য ভবন মোড় থেকে দেখছিলাম ট্রলিতে করে একজন রোগীকে আনা হচ্ছে। দ্রুত তখন ছুটে যাই। এরপর কয়েকজন মিলে একটি অ্যাম্বুলেন্স ডেকে এনে গাড়িতে তুলে দেই। আমাদের অবরোধে সব বন্ধ থাকবে কিন্তু একজন অসুস্থ মানুষও কষ্ট পাবে না। আমরা সেটা নিশ্চিত করবো।

এমএইচএ/এসএনআর/এমএস

Read Entire Article