অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। ইডিসিএলের ১৮৫তম বোর্ড সভার অনুমোদনক্রমে মো. সামাদ মৃধাকে এই পদে বসানো হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (ঔষধ প্রশাসন-১) উপসচিব ডা. আবুল কাশেম মোহাম্মদ কবীরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোম্পানিস অ্যাক্ট, ১৯৯৪ -এর আওতায় অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানির লিমিটেডের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৫৩ (৩) অনুচ্ছেদের আলোকে এবং ইডিসিএলের ১৮৫তম বোর্ড সভার অনুমোদনক্রমে মো. সামাদ মৃধাকে (পিতা মৃত মো. জৈনদ্দিন মৃধা, স্থায়ী ঠিকানা- আটরশি, সদরপুর, ফরিদপুর) অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নির্ধারিত শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, যোগদানের তারিখ (১ জানুয়ারি) থেকে পরবর্তী ২ বছরের জন্য এ নিয়োগ বলবৎ থাকবে। এমনকি যোগদানপত্রের সঙ্গে প্রার্থীকে ঢাকার সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্য সনদ দাখিল করতে হবে।
সামাদ মৃধা ইডিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এহসানুল কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে ২ অক্টোবর নানান অনিয়ম-দুর্নীতির বোঝা মাথায় নিয়ে প্রতিষ্ঠানটির এমডির পদ ছাড়েন এহসানুল কবির। এর পরদিন স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি দেয়।
এএএম/কেএসআর