কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতিসংঘে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে লায়ন ফারুক এ কথা বলেন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী দোসরদের অরাজকতার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
লায়ন ফারুক রহমান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের এ বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে।
নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি নূর আফরোজ জ্যোতি, পিরোজপুর জেলা বিএনপির নেতা আলমগীর হোসেন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এ ছাড়া জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন।
প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ২ অক্টোবর তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।