ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, আওয়ামী লীগ কখনও জনগণের কল্যাণের দল ছিল না। তারা কখনও জনগণের কল্যাণে কাজ করেনি। তাদের মাঝে আল্লাহর ভয় ছিল না। তারা জনগণের সম্পদ চুরি করতে করতে ২০২৪ পর্যন্ত ডাকাত হয়ে গেছে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহকে ভয় করে, জনগণের কল্যাণে কাজ করে। ইনসাফ প্রতিষ্ঠার জন্য মেহনত করে। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নরসিংদী শহরের সাটিরপাড়া শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জেলা সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি জয়নুল আবেদীন ভূইয়া।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন ভূইয়া, ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুহাম্মদ মাসুদুর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি মুহাম্মদ ওয়ালী খান, ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা মাখার সভাপতি এইচএম নূরে আলম সিদ্দিকী।
পরে যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার পূর্বে কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন গঠিত কমিটির সভাপতি হলেন মুফতি সাইদ আহমদ সরকার, সহ-সভাপতি জিএম মোবারক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।