বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ইতিহাস থেকে জেনেছি ১৯৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান আজীবনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। গণতন্ত্র হত্যা করেছিল আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রহমাতুল্লাহ বলেন, গত ১০-১৫ বছরে আপনারা কেউ ভোট দিতে পারেননি। মানুষের ভোট তাদের লাগেনি তাই তারা তাদের আখের গুছিয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল, তারা তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর হাতে তো সকল ফয়সালা। তিনি ফয়সালা করে দিলেন খালেদা জিয়াই সম্মানিত হবে, তারেক রহমান বেঁচে থাকবেন আর তাই হলো। কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়েছে। তার সহকর্মীরা বনে জঙ্গলে, ভারতে, বিভিন্ন দেশে গিয়ে পালিয়ে আছে।
তিনি আরও বলেন, আল্লাহ যেমন কাবা ঘর রক্ষা করেছে আবাবিল পাখি দিয়ে, তেমনি বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে ছোট ছোট বাচ্চাদের রাজপথে নামিয়ে দিয়ে। এক একটা মাধ্যমে আল্লাহপাক মানুষকে রক্ষা করেন। আবার গত ১৫ বছর বিভিন্নভাবে তিনি পরীক্ষাও করেছেন।