বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ চোরের খনি। দুর্নীতি, লুটপাট আর মানুষকে দমন-নিপীড়ন করা তাদের ধর্ম। হত্যা, গুম, খুন করে আওয়ামী লীগ গণধিকৃত ও গণশত্রুতে পরিণত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা উচ্চ বিদ্যালয়ে গোয়াতলা ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আদম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে কৃষি ও কৃষকের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার অবদান, আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, কৃষকের বর্তমান সমস্যা, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
কৃষক সমাবেশে সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার হরণ এবং ভোটাধিকার ও দেশের মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে হাজার হাজার জনগণকে নির্মম ও নির্দয়ভাবে হত্যা করার পরও যিনি তার অপরাধ খুঁজে পায় না, তাকে ফ্যাসিস্ট বললেও কম বলা হয়।
তিনি আরও বলেন, জনগণকে হত্যা করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। এখন তিনি সিম্পেথি নেওয়ার জন্য পাগলের প্রলাপ বকছেন, বলছেন, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। হত্যা নয়, ছাত্র জনতা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেছিল। তিনি পদত্যাগ না করে ছাত্র-জনতাকে হত্যা করে বল প্রয়োগ করে সেনাবাহিনী নামিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন।
শেখ হাসিনার নির্দেশেই ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, নির্দেশদাতার নামে মামলা না হয়ে কি নিহতের নামে মামলা হবে? তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে, প্রতিটি গুলির বিচার হবে।
কৃষক সমাবেশে এমরান সালেহ প্রিন্স কৃষি ও কৃষক এবং জনসাধারণের কল্যাণে তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচির বিষয় অবহিত করে বলেন, নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, গোয়াতলা ইউনিয়ন চেয়ারম্যান জাকিরুল ইসলাম টোটন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, ফরহাদ রাব্বানী সুমন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, সাবেক ছাত্রদল নেতা আব্দুল মোমিন সুমন, বিএনপি নেতা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, সদস্য সচিব কাছুম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, জেলা জাসাসের সহসভাপতি কায়সার রাব্বি আরাফাত, ধোবাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্য সচিব কামরুল হাসান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ, বিএনপি নেতা মনতাজ উদ্দিন, আবু সিদ্দিক হোসেন, সোলায়মান সরকার, আবু তাহের মাস্টার, আবু তাহের, আনোয়ার হোসেন, এমদাদ হোসেন, আব্দুল জলিল প্রমুখ।