আ’লীগ-ছাত্রলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে মশাল মিছিল

3 hours ago 5

রাজবাড়ীসহ সারাদেশে আওয়ামী লীগ-ছাত্র লী‌গের লিফলেট বিতরণের প্রতিবাদে রাজবাড়ী‌তে মশাল মিছিল করেছে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৭টার দি‌কে শহরের পান্না চত্বর থে‌কে শহ‌রে এক‌টি মশাল মি‌ছিল বের হয়।

মশাল মিছিল‌টি শহ‌রের প্রধান সড়ক প্রদক্ষিণ ক‌রে রাজবাড়ী প্রেস ক্লাব ও প‌রে জেলা আওয়ামী লী‌গের কার্যাল‌য়ের সাম‌নে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ ক‌রে বি‌ভিন্ন স্লোগান দেয় বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের শিক্ষার্থীরা। এ সময় তারা শেখ হাসিনার ছ‌বি আগু‌নে পুড়ি‌য়ে দেয়।

আ’লীগ-ছাত্রলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে মশাল মিছিল

এতে শিক্ষার্থী হা‌সিব, সা‌কিব, মীর মাহমুদ সুজন, ফাহাদুল ইসলাম, তা‌মিমসহ অনেকে উপ‌স্থিত ছি‌লেন।

বক্তারা ব‌লেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে দেশ স্বৈরাচার মুক্ত হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো যায়নি। তারা আওয়ামী লীগের পক্ষে রাজবাড়ীসহ দে‌শের বি‌ভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে। তার প্রতিবাদে আজ তা‌দের ধানমন্ডির ৩২ যাবার কথা ছি‌ল। সেখা‌নে যে‌তে না পে‌রে মশাল মি‌ছি‌লে শেখ হাসিনার ছ‌বি পুড়িয়ে ম‌নের ক্ষোভ প্রকাশ কর‌লেন এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ মা‌ঠে নাম‌লে তা‌দের ক‌ঠোর হ‌স্তে দমন কর‌বে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের শিক্ষার্থীরা।

রু‌বেলুর রহমান/আরএইচ/জিকেএস

Read Entire Article