আ.লীগ নেতা জুয়েল গ্রেপ্তার

1 month ago 34

চাঁদপুরের শাহরাস্তিতে আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল (৫৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। শাহরাস্তি মডেল থানা ওসি মোহাম্মদ আবুল বাসার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া জুয়েল ২০২২ সালে পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও মহল্লার মুন্সি বাড়ির মৃত নজিবুল হক চৌধুরীর একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, বিগত সময়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক থাকাকালীন তার বিরুদ্ধে ডাকাতিয়া নদীর বালু উত্তোলন ও উন্নয়নমূলক প্রকল্পে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ আরও অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, জুয়েলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

দীর্ঘ বছর উপজেলা যুবলীগের আহ্বায়কের পর ২০২২ সালের নভেম্বরে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

শাহরাস্তি মডেল থানা ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, গ্রেপ্তার জুয়েল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালিত করেছেন। মামলা থাকায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article