আ. লীগ নেতা বাহার গ্রেপ্তার

1 month ago 28
কুমিল্লার লাকসামে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা মো. বাহার উদ্দিন বাহারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি লাকসাম পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান সহসভাপতি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় পৌর শহরের চাঁদপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বাহার লাকসাম পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর। স্থানীয় একাধিক সূত্র জানায়, বাহার উদ্দিন বাহারের বিরুদ্ধে লাকসাম বাজারসহ বিভিন্নস্থানে জামায়াত-বিএনপি সমর্থিতদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং সাধারণ মানুষকে মারধরের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি কাউসার বাহিনী ও সেভেন স্টার সন্ত্রাসী গ্রুপের মূল পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিত। পুলিশ জানায়, লাকসামে সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা দমনে বিশেষ অভিযান চলমান থাকবে। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, বাহার উদ্দিন বাহারের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান ও গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই গ্রেপ্তারকে অপরাধ দমনের বড় পদক্ষেপ হিসেবে দেখছেন।
Read Entire Article