আ.লীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

1 month ago 39

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল পৌরসদরের নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাই মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপন ছিলেন হাসান মাহমুদ জুয়েল। শুক্রবার নান্দাইল পৌরসদরের নিজ বাসায় এলে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ 

থানা সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখমের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ জানান, মামলার এজহারভুক্ত প্রধান আসামি হাসান মাহমুদ জুয়েল। এ ছাড়াও একাধিক মামলার পলাতক আসামি তিনি। 

Read Entire Article