আ.লীগ নেতাকে দলে ভেড়ানো নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ
চট্টগ্রামে সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার ও আওয়ামী লীগ নেতাকে দলে ভেড়ানোকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ৪ নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভাটিয়ারী হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, স্থানীয় সফিউল আজম নয়ন, ভাটিয়ারী ৬নং ওয়ার্ড যুবদলের সহসম্পাদক আশরাফ উদ্দিন রুমন, ইউনিয়ন ছাত্রদলের সহসম্পাদক আরিফুল ইসলাম ঝিকু ও বিএনপি নেতা মিজানুর রহমান তাজু।
এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির সু-নিদিষ্ট অভিযোগে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঝিকুকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ছাত্রদল ভাটিয়ারী শাখার সভাপতি ইয়াকুব আলী বাবুল ও সাধারণ সম্পাদক শওকত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ভাটিয়ারী ইউপি সদস্য অহিদ উদ্দিনের সহযোগী আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ মামুন নামে একজনকে বিগত স্বৈরাসারের সরকারের সময় সরকারি নানা সুবিধা নিয়েছিল। স্বৈরাচার সরকার পতনের পর মামুন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান তাজুর হাত ধরে বিএনপির নানা কর্মসূচিতে অংশ গ্রহণ করে বিএনপি নেতা পরিচয় দিচ্ছে। এতে প্রতিবাদ মুখর হয়ে উঠে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ঝিকু।
বুধবার দুপুরে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মামুন আওয়ামী লীগ থেকে যুবদলে আসা নিয়ে তাজু ও ঝিকুর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আরিফুল ইসলাম ঝিকু বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের দলের ভেড়ানো নিয়ে তাজুর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আমিসহ কয়েকজন দলের নেতাকর্মী আহত হয়েছি।
বিএনপি সমর্থক মিজানুর রহমান তাজুর ভাই মোস্তাফিজ রহমান বলেন, তাজুর ওপর হামলাকারীরা আওয়ামী লীগের দোসর। তারা পরিকল্পিতভাবে হামলা করেছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিুবর রহমান কালবেলাকে বলেন, দুপক্ষের মারামারি হয়েছে বলে শুনেছি। তবে এখনো কোনো পক্ষ অভিযোগ করতে থানায় আসেন নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।