আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হামলায় গুরুতর আহত মাগুরা জেলা যুবদলের সদস্য মিরান হোসেন মারা গিয়েছেন।
শনিবার (০৫ মার্চ) রাতে তিনি রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান।
তিনি জানান, গত ৩০ মার্চ মাগুরায় আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। এরপর টানা পাঁচ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্যামলীর নিউরোসায়েন্স হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।