আ.লীগ নেতার গাড়ি আটকে থানায় দিল ছাত্র-জনতা

2 months ago 5

বগুড়ায় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির একটি গাড়ি আটক করে থানা হেফাজতে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে গাড়িটি জব্দ করে তারা। 

পরে গাড়িটি রাত ৮টার দিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কালো রঙের এই এক্স নোহা মাইক্রোবাসটির মালিক সুলতান মাহমুদ খান রনি। 

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মুঞ্জুর এসব তথ্য নিশ্চিত করে কালবেলাকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। গাড়িতে থাকা ব্লু-বুক, যাবতীয় কাগজ ও তথ্যাদিসহ আমরা জানতে পারি গাড়িটি জেলা আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনির।

তিনি আরও জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে রনি পলাতক আছেন। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাসহ সদর থানায় একাধিক মামলা রয়েছে। আমরা গাড়িটি থানা হেফাজতে নিয়েছি, জব্দ তালিকায় গাড়িটি দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Read Entire Article