আ.লীগ নেতার গোয়ালঘরে মিলল অস্ত্রসহ ২ রাউন্ড গুলি

3 months ago 62

কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতির গোয়ালঘর থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানে ওই নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ মে) ভোররাতে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলেকদিয়াকাটা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার মনির উদ্দিন প্রঃ মনু (৩৮) পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলেকদিয়া কাটা এলাকার মৃত কবির আহম্মদের ছেলে এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা এলাকায় শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় একজন অস্ত্রধারী আত্মগোপন রয়েছে এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে অভিযান চালায় পুলিশ। পুলিশ দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মনির উদ্দিনকে গ্রেপ্তার করে। এরপর তার দেয়া স্বীকারোক্তিতে তার বাড়ির গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজিসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে। রাজনৈতিক কার্যক্রম স্থগিত হওয়ার পর আওয়ামী লীগ ওই এলাকায় কোনো নাশকতার পরিকল্পনা করছে কিনা তা ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে। যে কোনো নাশকতা দমনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
 

Read Entire Article