আ.লীগ নেতার রাইস মিলে অভিযান, গ্রেপ্তার ২

2 months ago 34

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সীর মালিকানাধীন অটোরাইস মিলে অভিযান চালিয়ে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার বার্থী গ্রামের আমির সরদারের ছেলে জাহিদ হাসান (২৪) ও জয়পুরহাট সদরের ধারকিরশিদার গ্রামের মৃত সবদুল প্রধানের ছেলে শাহিনুর প্রধান (২৭)।  

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এলাহী এগ্রো অটোরাইস মিলে গৌরনদী ক্যাম্পের সেনাবাহিনী ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মিলের ভেতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুটি রামদা, দুটি চাইনিজ কুড়াল, একটি ছোরা বের করা হয়। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, সোমবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read Entire Article