আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল।’
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে বেশ কয়েক বছর সময় লাগবে। প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ হলেও বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সমন্বিতভাবে এ বিষয়ে কাজ করছে।’
তিনি বলেন, ‘বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদ শনাক্ত করা হলেও এর সঙ্গে নানা আইনি জটিলতা জড়িত। অনেক ক্ষেত্রে নাম বা সম্পদের অবস্থান প্রকাশ করা সম্ভব নয়। তবে কিছু তথ্য ইতোমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।’
সংস্কার কমিশন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে ১০টি সংস্কার কমিশনের ৩৬৭টি সুপারিশ বাস্তবায়ন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় নিজস্ব উদ্যোগে তাদের মন্ত্রণালয়ে বিভিন্ন বিষয়ে কয়েকশ সংস্কার করেছে।’
বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।