‘আ.লীগ শিক্ষাপ্রতিষ্ঠানের টাকা লুটপাট করে খেয়েছে’

18 hours ago 7

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ সারাদেশ লুটপাট করে খেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট করে খেয়েছে। এখন কারো হদিস নেই। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা জেএম হাট উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের বলেন, শেখ হাসিনা এ দেশের বহু মায়ের বুক খালি করেছে। ৬২ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ২০২৪ সালে রমজান মাসে আমাকে জেলে পাঠানো হয়েছে। এটি ছিল হাসিনার নমুনা। হাসিনা ও তার বোনসহ পরিবার বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। 

তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। বিগত দিনে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে। বাংলাদেশের মেধাবী এবং কৃতি শিক্ষার্থীদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য সিলেবাস তৈরি করা হয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার শেষ প্রান্তে নেওয়া হয়েছে।

রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমিরুল জামিন ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক গাজী মনির আহমেদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান, সমাজেসেবক মোখলেছুর রহমান, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহী জহির, জেএম হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম ও শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রমুখ।

Read Entire Article