‘আ.লীগকে আর কখনো দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না’

2 months ago 35

আওয়ামী লীগ সরকারকে আর কখনো দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না বরং বিচার চায়। তাই শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার বাংলার মাটিতে করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহব্বায়ক খায়রুল কবির খোকন।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নরসিংদীর গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত চিনিশপুর ইউনিয়ন বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পুলিশের মাধ্যমে অত্যাচার নির্যাতনে দলীয় কার্যক্রম করতে দেয়নি আওয়ামী লীগ। বেগম জিয়াকে ফরমায়েশি রায়ে সাজার পাশাপাশি ৪ লাখ মামলায় ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। সর্বশেষ জুলাইয়ের ছাত্র-জনতার যৌক্তিক দাবির প্রেক্ষিতেও হত্যাযোগ্য চালিয়েছিল হাসিনা। তাই দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতির সুযোগ জনগণ আর দেবে না। 

চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে কর্মিসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আব্দুল বাসেদ ভুইয়া, যুগ্ম আহব্বায়ক আবু সালেহ চৌধুরী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের আহব্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ।

Read Entire Article