আ’লীগের অফিস উচ্ছেদ, বিএনপিকে দু’দিনের সময় দিলেন ভ্রাম্যমাণ আদালত

4 weeks ago 20

মুন্সিগঞ্জের গজারিয়ায় সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সীগঞ্জ উপজেলার ভবেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা স্থানীয় আওয়ামী লীগের অফিসসহ ৬টি দোকান ও স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তবে ওই স্থানে থাকা বিএনপির কার্যালয়সহ বাকিদের দোকান সরিয়ে নিতে ২ দিনের সময় দেওয়া হয় বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফের নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এবং ভূমি অফিস সংশ্লিষ্টরা।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভবেরচর বাজারে দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন দখলদাররা। এরমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় রাজনৈতিক কার্যালয়ও ছিলে। সোমবার দুপুরে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আওয়ামী লীগের অফিস ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ও দোকানীরা অনুরোধ করলে বিএনপির কার্যালয়সহ বাকি অবৈধ দোকান আগামী দুই দিন সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মামুন শরীফ বলেন, অনেকদিন ধরেই স্থাপনাগুলো ছিল। সেখানে রাজনৈতিক দল কিংবা কার কী স্থাপনা সেটি আমাদের বিবেচনায় ছিল না, সরকারি জায়গায় বেদখল করা হয়েছে, তাদের উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলমান রয়েছে, প্রথম দিনে ৫-৬ শতাংশ জমি উদ্ধার করা হয়। তবে বেশ কিছু স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়া হবে বলে আমাদের অনুরোধ করা হলে প্রত্যেক স্থাপনা সংশ্লিষ্টদের ২ দিনের সময় দেওয়া হয়েছ।

তিনি আরও বলেন, কোনো বিশেষ বিবেচনা ছিল না, যারা অনুরোধ করেছে তাদেরই সুযোগ দেওয়া হয়েছে। তবে এরমধ্যে তারা সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম

Read Entire Article