‘আ.লীগের আমলে মানুষের কোনো নিরাপত্তা ছিল না’

2 months ago 30

আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। দলীয় ক্ষমতার প্রভাবে আওয়ামী দোসররা মানুষের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে। তাদের আমলে র‍্যাব-পুলিশ ছিল কিন্তু মানুষ নিরাপদ ছিল না। 

বুধবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাষ্ট্র মেরামত কাঠামোর ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

এ সময় উপজেলার পৌর বাজার এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। 

যুবদল নেতা নয়ন বলেন, আওয়ামী লীগের কোনো দালাল যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে সম্পদ বিদেশে পাচার করেছে। সেই লুণ্ঠিত সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। 

তিনি বলেন, এ দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। এসব প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করা যাবে না। কারও বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাহলে সঙ্গে সাথেই তাকে দল থেকে বহিষ্কার করা হবে। 

সংক্ষিপ্ত পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের অন্যান্য নেতাকর্মীসহ ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Read Entire Article